Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিন্ধান্ত

মাসিক সভা-১

সভার কার্যবিবরনীর অনুলিপি

সভার স্থান-ইউপি অফিস

সভার তাং-০৫.০১.২০১৫ খ্রিঃ

সময়- সকাল ১০.০০ ঘটিকা

উপস্থিত সভ্যগনের নাম

০১. মোঃ ছরোয়ার হোসেন  চেয়ারম্যান

০২.ঝর্না বেগম ৬ নং কোদালিয়া ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সদস্যা

০৩.তরুন কান্তি বিশ্বাস ৩নং ওয়ার্ড

০৪.জাহিদ খলিফা ৪নং ওয়ার্ড কোদালিয়া

০৫.হাসমত আলী ভূইয়া ৫নং ওয়ার্ড কোদালিয়া,

০৬.শিবলী সাদিক ৬নং ওয়ার্ড কোদালিয়া

০৭.দিপক বিশ্বাস ৭নং ওয়ার্ড রাঙ্গামাটিয়া

০৮.মোঃ ওসমান শেখ ৮নং আড়ুয়াডিহি

০৯.মোঃ আতিয়ার শেখ ৯নং আড়ুয়াডিহি

১০.মোঃ আকাশ শেখ ১নং সরসপুর

অদ্যকার সভার সভাপতি জনাব মোঃ ছরোয়ার হোসেন সাহেবের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকার সময় স্থানীয় পরিষদ অফিসে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অতঃপর সর্বসম্মতিক্রমে সভার কার্য আরম্ভ করা হয়।

০১. বিগত সভার কার্য বিবরনী পঠন ও অনুমোদন।

০২. অত্র সভায় ইউপি সচিব সাহেব বিগত কয়েক মাসের আয় ও ব্যয়ের একটি বিস্তারিত রিপোর্ট সভায় পেশ করেন।

 

                             বিস্তারিত আলাপ আলোচনার পর বিগত দুই মাসের আয় ও ব্যয় পরীক্ষা ও সর্বসম্মতিক্রমে অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হয়।

০৩. সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত ভাষনে জানান যে, উপজেলা প্রকৌশলী, মোল্লাহাট, বাগেরহাট মহোদয়ের মৌখিক নির্দেশ মোতাবেক অত্র ৬নং কোদালিয়া ইউনিয়নে ২০১৩-২০১৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বরাদ্ধকৃত ২০০০০০/=টাকার প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন পূর্বক প্রেরনের জন্য বলিয়াছেন। এ বিষয়ে সদস্য/সদস্যাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পর নিম্নোক্তভাবে প্রকল্প ওয়ারী প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হয়।

০১. প্রকল্পের নামঃ কোদালিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে ক্রীড়া সামগ্রী সরবরাহ। ১০০০০০/=

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ-

০১.জনাব মোঃছরোয়ার হোসেন  চেয়ারম্যান

০২.ঝর্না বেগম ৬ নং কোদালিয়া ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সদস্যা

০৩.তরুন কান্তি বিশ্বাস ৩নং ওয়ার্ড

০৪.জাহিদ খলিফা ৪নং ওয়ার্ড কোদালিয়া

০৫.হাসমত আলী ভূইয়া ৫নং ওয়ার্ড কোদালিয়া,

০৬.শিবলী সাদিক ৬নং ওয়ার্ড কোদালিয়া

০৭.দিপক বিশ্বাস ৭নং ওয়ার্ড রাঙ্গামাটিয়া

০৮.মোঃ ওসমান শেখ ৮নং আড়ুয়াডিহি

০৯.মোঃ আতিয়ার শেখ ৯নং আড়ুয়াডিহি

১০.মোঃ আকাশ শেখ ১নং সরসপুর

০২. প্রকল্পের নামঃ কোদালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আরসিসি রিং স্লাব সরবরাহ। ১০০০০০/=

০৪. সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত ভাষনে জানান যে,অত্র ইউনয়নে উল্লেখ যোগ্য সংখ্যাক মানুষ দরিদ্র সীমার নীচে বাস করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আইনের আশ্যয় লাভের অধিকার কে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষনা করেছে। কিন্তু দরিদ্রতার বেড়াজালে আবদ্ধ এই জনগোষ্ঠির যে কোন ব্যক্তির যখন কোন আইনগত অধিকার ক্ষুন্ন হয় তখন প্রতিকার পাওয়ার জন্য তাকে আইন-আদালতে আশ্রয় নিতে হয়। আমাদের দেশে আইন-আদালতের আশ্রয় নেয়া অনেক ব্যয় সাধ্য বিষয় হওয়ায় অনেকেই তাদের আইনগত প্রতিকার পায়না। ফলে লঙ্গিত হয় দরিদ্র মানুষের মৌলিক অধিকার। এরই প্রেক্ষাপটে সরকার তাদের জন্য সরকারী খরচে মামলা পরিচালনার সুযোগ করে দিয়েছেন।আমাদের জেলায় জেলা কমিটি আছে। যদি কেহ সরকারী খরচে আইনগত সহায়তা পেতে চায় তাহলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি বাগেরহাট এর বরাবরে আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন করা যাবে। বিষয়টি ইউনিয়নের সর্বত্র প্রচার করা প্রয়োজন। এ বিষয়ে উপস্থিত সদস্যগন প্রচারের ব্যবস্থা গ্রহন করবে মর্মে জানায় এবং যদি কেহ আইনগত সহায়তা পেতে চায় তাহলে ইউনিয়ন পরিষদে যোগাযোগের জন্য প্রেরন করা হবে।

০৫. সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত ভাষনে জানান যে, উপজেলা প্রকৌশলী মোল্লাহাট বাগেরহাট মহোদয়ের মৌখিক নির্দেশ মোতাবেক অত্র ৬নং কোদালিয়া

ইউনিয়নে ২০১৩-২০১৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় টেন্ডারের মাধ্যমে বাস্তবায়িত মোট বরাদ্দকৃত টাকার তালিকা প্রেরনের নিমিত্তে ইতিপূর্বে যে প্রকল্প তালিকা প্রেরন করা হইয়াছে তারমধ্যে বরাদ্দকৃত টাকার সমন্বয় না হওয়ায় বাকি টাকার প্রকল্প তালিকা প্রেরনের জন্য বলিয়াছেন। এ বিষয়ে সদস্য/সদস্যাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পর প্রকল্প তালিকা প্রেরনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হয়।