কোদালিয়া ইউনিয়নে বিশেষভাবে স্বকিয় কোন নদী নাই। তবে মধুমতি নদীর বিভিন্ন শাখা নদী এ ইউনিয়নের উপর দিয়ে প্রভাবিত হয়েছে।
এ ইউনিয়নের বুক চিরে বয়ে চলেছে মধুমতি নদীর শাখা নদী তথা বিভিন্ন খাল।
১। নালুয়া নদী
২। সরসপুর খাল
৩। কোদালিয়া খাল
৪। চাউলটুরী খাল
৫। কচুড়িয়া খাল
৬। রাঙ্গামাটিয়া খাল
৭। ঝুটেশ্বরী খাল
৮। ব্রাহ্মনডাঙ্গা
৯। চরপাড়া খাল
১০। জয়ডিহি খাল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস